অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

মীর রাফিউল আলম গংদের বিরুদ্ধে গরু চুরি ও ভাংচুরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার পানির কল সড়ক এলাকার মীর মিছির আলী’র ছেলে মীর রাফিউল আলম গংদের বিরুদ্ধে ২ টি গাভী গরু চুরি ও সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ উছে।
ঘটনার সুত্রে জানা যায়- সিদ্ধিরগঞ্জ থানার পানির কল এলাকার মৃত মীর আনোয়ার হোসেন’র ছেলে মীর মাহবুব হোসেন রাসেল (৪০) পৈতৃক ও কতক ক্রয় সুত্রে ভুমির মালিক হয়ে ভোগদখল বসত বাড়ির ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামার করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। তার বসত বাড়িকে কেন্দ্র করে মীর রাফিউল আলম গং কতক সম্পত্তি পাবে বলে দাবী করে দীর্ঘ দিন যাবৎ জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। তাদের এই জবর দখলের বিষয়টি আমলে নিয়ে মীর মাহবুব হোসেন রাসেল নারায়ণগঞ্জ বীজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন যার নং ৪৫০/২২। মামলাটি আদলতে চলমান অবস্থায় আদালতের মামলাকে উপেক্ষা করে গত ১ ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে মীর রাফিউল আলম’র নেতৃত্বে তার পুত্র মীর আতিকুর রহমান, মীর আকরাম হোসেন, মীর মাকসুদা বেগম সহ আরও ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীদের নিয়ে মীর মাহবুব হোসেন রাসেল’র জমিতে হামলা চালিয়ে বাড়ির পেছনের প্রাচীর ভাংচুর করে গেইট লুট করে নিয়ে যায়। এবং সিকিউরিটি গার্ড আবুল হোসেন’র উপর হামলা চালিয়ে রক্তাত্ত জখম করে। ঘটনার বিবরণে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যার জিডি নং ৬৪/১/১২/২২ ইং। ঘটনা স্থলে পুলিশ এসে গেইট উদ্ধার করে তাদের বুঝিয়ে দেয়। বসত বাড়ি ভাংচুর করে জোরপূর্বক দখল করতে না পারায় তারা রাগান্নিত হয়ে গত শনিবার রাতের আঁধারে খামার হতে ২টি গাভী গরু চুরি করে নিয়ে যায় বলে ধারনা করা হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গভী চুরি হওয়ার পর তার বাছুরটি দুধ খেতে না পেরে গতকাল সোমবার ভোরে মৃত্যু হয়। মীর মাহবুব হোসেন রাসেল তার চাচা মীর রাফিউল আলম গংদের নির্যাতনের শিকার হয়ে আইনি পদক্ষেপ নিলেও এখনো পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে বড় ধরনের জিবনের ও ব্যবসায়ীক ক্ষতি সাধনের আশংকা করে গতকাল সোমবার দুপুর ১২টায় সাংবাদিকদের নিয়ে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমি আদলতের শরণাপন্ন হলেও বিবাদীগণ বারংবার আমাদের বসতবাড়ি ও খামারের ক্ষতিসাধন করে চলেছে। আমি আশংকা করছি এ ক্ষতি করে থেমে থাকবে না, তারা যে কোন সময় আমার ভবনে তিনটি কম্পানির মালামাল রাখা হয়। তারা যে কোন সময় মালামাল লুট সহ আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার আশংকা করছি। তাই বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে বলতে চাই অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close