আন্তর্জাতিকবিনোদন
টোকিও চলচ্চিত্র উৎসবে সেরা হলো কসোভোর ছবি
৩৪তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গ্রাঁ প্রি’ জিতে নিয়েছে কসোভোর নারী পরিচালক কাৎরিনা ক্রাসনিচি‘র ছবি ‘ভেরা সমুদ্রের স্বপ্ন দেখে’। পাশাপাশি টোকিও গভর্নরের পুরস্কারও জিতে নিয়েছে ছবিটি। ৮ নভেম্বর ঘোষণা করা হয় এই পুরস্কার।
ছবির মূল চরিত্র ভেরা প্রচলিত অর্থে আকর্ষণীয় চেহারার কোনো নায়িকা নয়। পড়ন্ত বয়সে স্বামীর মৃত্যু তাকে কঠিন বাস্তবতার মুখে ঠেলে দেয়। প্রতিকূলতার বিরুদ্ধে একা সংগ্রাম করে সে পরাজিত। এই ছবির মধ্যে দিয়ে পূর্ব ইউরোপের সদ্য স্বাধীন দেশগুলোর অবক্ষয় আর রূঢ় বাস্তবতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক ক্রাসনিচি। আর এই বস্তুনিষ্ঠ প্রতিফলনই তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।