বিনোদন

হাসপাতালেই নতুন সিনেমার মিটিং সারলেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর সুস্থ হলে বাসায়ও ফেরেন এ অভিনেত্রী। এর পরই অসুস্থ হয়ে পড়েন তার নানা। ফলে বেশ কয়েক দিন ধরে হাসপাতালেই সময় কাটছে এ নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি।

সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এ সিনেমাটিতে পরীমনির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।

পরীমনি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক।

কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কত ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’ ২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেওয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এ চিত্রনায়িকা।

তিনি আরও লেখেন— ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডরেই। এ ব্যাপারে খুব শিগগির জানাবো সবাইকে।

ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারব না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প-সিনেমার শুটিংয়েও জয়েন করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close