অপরাধসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে টেনশন গ্রুপের সদস্যরা মাদকসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাদকসহ টেনশন গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার সকালে (নাসিক) ২ নং ওয়ার্ড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো: গিয়াসউদ্দিন টুলুর ছেলে মঈন ও একই এলাকার বাসিন্দা মাদক সম্রাজ্যি রহিমার ছেলে শুভ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, দু’জনকে হিরোইন আর ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাত হতে জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে থাকা আরেক সদস্য সজীব কৌশলে পালিয়ে যান। পালিয়ে যাওয়া সেই সজীব টেনশন গ্রুপের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা সক্রিয় মাদক কারবারি। এরা এলাকাব্যাপী নিজেরা দলবদ্ধ হয়ে মাদকের ব্যবসা পরিচালনা করেন। আলোচিত কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের সক্রিয় সদস্য তারা। ইতিপূর্বে কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজত খাটলেও বের হয়েই ফের মাদকের বেচা-বিক্রিতে জড়িয়ে যান। স্থানীয়দের দাবি শুধু মাদকই নন এই আসামিরা সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ কিংবা বিভিন্ন ব্যবসায়ীদের উপর হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দেন। আইন অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হলে অস্ত্রও উদ্ধার করা সম্ভব।