নারায়ণগঞ্জবন্দররাজনীতি

বিএনপি খেলায় জিতেছে, বিএনপি জনগণের পক্ষে : মুকুল

বন্দরে বিএনপি প্রতিবাদ সমাবেশ স্থগিত করলেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৭ আগষ্ট) বিকালে বন্দর থানার কবিলের মোড়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ- সভাপতি হাজী নূরুদ্দিন।

 

প্রধানবক্তা ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক ও একই কমিটির যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিবের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু। 

 

এ সময় সরকারের কঠোর সমালোচনা করে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলে, আমাদের আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন। অবৈধ সরকারের পতনের আন্দোলন। দ্রব্যমূল্যের উর্ধগতির বিরুদ্ধে আন্দোলন। আওয়ামীলীগের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন।

 

কেউ বলেছে আমরা কারো ভয়ে আজকে বন্দরের প্রতিবাদ সভা স্থগিত করেছি, কিন্তু না আমরা কাউকে ভয় পাইনা। আমরা সামনের দিনের বৃহত্তম সংগ্রাম করার পরিকল্পনার জন্য আজাকের প্রতিবাদ সভা স্থগিত করেছি। আওয়ামীলীগের কোন নেতা খেলা হবে বলে যে হুমকি দেয় সে খেলায় আমরা জিতেছি। সে খেলায় তারা হেরেছে। 

 

কারণ তার খেলা বিএনপির সাথে নয়, তার খেলা তার নিজ দলের সাথে। সে খেলার নামের যে জনসভা করেছে তা পেশী শক্তি প্রদর্শনের সভা। বোনের বিরুদ্ধে ভাইয়ের সভা। বোনের বাড়ির সামনে পেশী শক্তির জানান দিলেন, আজকের যে সভা হয়েছে তাতে জনগণের কথা বলা হয়নি।

 

দ্রব্যমূল্য যে বেড়ে গেছে তা কিভাবে কমানো হবে তা বলেনি। তার জনসভা জনগণের কোন উপকারে আসেনি। তাই তার খেলায় সে নিজেই হেরে গেছে। আর এ খেলায় বিএনপি জিতেছে কারণ বিএনপি জনগণের পক্ষে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তবে তিনি বার বার বলেন খেলা হবে কি খেলা লুডু খেলা? 

 

আমরা খেলার জন্য প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে খেলব। জনগণের পক্ষে খেলব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, গত ১৩ বছরে আমাদের বহু মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আমরা আর ভয় পাইনা।

আমরাও খেলতে প্রস্তুত। আমরা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন চাই। ব্যালটের মাধ্যমে নির্বাচন চাই। মানুষের ভোট অধিকার চাই।

আমরা দিনের ভোট যাতে রাতে না হয় সে অধিকার বাস্তবায়নের জন্য লাড়াই করে যাচ্ছি, লড়াই করে যাব। সারা দেশের মানুষ জানে আপনাদের পায়ের তলায় মাটি নেই সেজন্য আপনা আবোলতাবোল বলে বেড়াচ্ছেন।

কারণ তিনি জানেন শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গেছে। আজকে আপনারা যে সভা করেছেন তা আপনাদের দলীয় কোন সভা নয় যা আপনাদের শীর্ষ নেতারাই বলেছেন। তাই বলতে চাই আপনার খেলায় আপনি হেরেছেন।

 

সেচ্চাসেবকদল নেতা মোস্তাকুর রহমানের উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতার আহাম্মেদ, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আজহারুল ইসলাম বুলবুল, এড, রফিকুল ইসলাম, এড. মতিন, এড. বিল্লাল হোসেন, কাউয়ুম, ভাষানী, মোসলেউদ্দিন, মনোয়ার হোসেন শোখন, মনু, শাহাদুল্লাহ মুকুল, আমজাদ, রুমেল, আরিফ মোল্লা, বাদল রহমান, ফরিদ মিয়া,, কামরুল, ফারুক চৌধুরী, শাহআলম, সুমন, বুলবুল, রাজিব, আল মামুন, মাজেদা বেগম, মালেক মেম্বার, কাবিল হোসেন, এড, আনিসুর রহমান মোল্লা প্রমুখ। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষনা করেন আলহাজ্ব আতাউর রহমান মুকুল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close