নারায়ণগঞ্জবন্দররাজনীতি
বিএনপি খেলায় জিতেছে, বিএনপি জনগণের পক্ষে : মুকুল
বন্দরে বিএনপি প্রতিবাদ সমাবেশ স্থগিত করলেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৭ আগষ্ট) বিকালে বন্দর থানার কবিলের মোড়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ- সভাপতি হাজী নূরুদ্দিন।
এ সময় সরকারের কঠোর সমালোচনা করে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলে, আমাদের আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন। অবৈধ সরকারের পতনের আন্দোলন। দ্রব্যমূল্যের উর্ধগতির বিরুদ্ধে আন্দোলন। আওয়ামীলীগের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন।
কারণ তার খেলা বিএনপির সাথে নয়, তার খেলা তার নিজ দলের সাথে। সে খেলার নামের যে জনসভা করেছে তা পেশী শক্তি প্রদর্শনের সভা। বোনের বিরুদ্ধে ভাইয়ের সভা। বোনের বাড়ির সামনে পেশী শক্তির জানান দিলেন, আজকের যে সভা হয়েছে তাতে জনগণের কথা বলা হয়নি।
আমরা খেলার জন্য প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে খেলব। জনগণের পক্ষে খেলব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, গত ১৩ বছরে আমাদের বহু মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আমরা আর ভয় পাইনা।
আমরাও খেলতে প্রস্তুত। আমরা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন চাই। ব্যালটের মাধ্যমে নির্বাচন চাই। মানুষের ভোট অধিকার চাই।
আমরা দিনের ভোট যাতে রাতে না হয় সে অধিকার বাস্তবায়নের জন্য লাড়াই করে যাচ্ছি, লড়াই করে যাব। সারা দেশের মানুষ জানে আপনাদের পায়ের তলায় মাটি নেই সেজন্য আপনা আবোলতাবোল বলে বেড়াচ্ছেন।
কারণ তিনি জানেন শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গেছে। আজকে আপনারা যে সভা করেছেন তা আপনাদের দলীয় কোন সভা নয় যা আপনাদের শীর্ষ নেতারাই বলেছেন। তাই বলতে চাই আপনার খেলায় আপনি হেরেছেন।