ঢাকা বিভাগনারায়ণগঞ্জবন্দর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বন্দরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

প্রেস বিজ্ঞপ্তি, নারায়ণগঞ্জ:
বুধবার (৩১ মার্চ) সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলা শাখার উদ্যোগে বন্দর উপজেলা কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী এবং সন্নিকটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মুন্নি সরদার, সংগঠক মুসকান ইসলাম, রিয়াদ হোসেন প্রমূখ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ৩০ লক্ষ জীবনের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। প্রত্যাশা ছিল একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন. গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। স্বাধীনতার ৫০ বছরে দেশের কিছু কাঠামোগত উন্নয়ন হয়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নতি নামমাত্র। শিক্ষার মান নিম্নমুখী। শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার্থী ঝরে পড়ছে ব্যাপক। শিক্ষার ব্যয় বৃদ্ধি হয়েছে আকাশচুম্বি। গরিব সাধারণ মানুষের শিক্ষা অর্জন এখন দিবাস্বপ্ন। স্বাধীনতার চেতনা থেকে সরে গিয়ে শাসকরা ”টাকা যার শিক্ষা তার” এই নীতির উপর শিক্ষাকে দাঁড় করিয়েছে। ফলে শিক্ষা হয়েছে বাণিজ্যিক পণ্য। ফলে এখনও ছাত্রদের সবার জন্য শিক্ষার দাবীতে লড়তে হচ্ছে।

উল্লেখ্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচীর অংশ হিসাবে এর আগে ২৬ মার্চ পাগলা রসুলপুরে, ২৭ মার্চ নারায়ণগঞ্জ শহরের রাসেল পার্কে ও ২৮ মার্চ ফতুল্লা রেল স্টেশনে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী ৮ এপ্রিল ২নং রেল গেইটস্থ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close