সিলেট বিভাগ

রাজনগরে গরুসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

শেখ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র রিপোর্টার:

মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে গরু চুরি মামলায় সহ ৫ জন আসামী গ্রেফতার এবং ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র হাজরা সঙ্গীয় মোঃমোশারফ হোসেন সহ অভিযান পরিচালনা করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেঞ্চুগঞ্জ থানা এলাকা থেকে গরু চুরি মামলার আসামী ১। মঞ্চন দাস(৩৫), পিতা-মৃত শিবচরণ দাস , গ্রাম- উত্তর ভাগ চা বাগান (হলদিগুল লাইন) , উপজেলা/থানা- রাজনগর, ২। মিঠুন রায়(২২), পিতা-সন্তুষ রায় , গ্রাম- উত্তর ভাগ চা বাগান (মোকামটিলা) , ৩। জিয়াবুর রহমান(২৬), পিতা-নিম্বর আলী , গ্রাম- মুটুকপুর, ৪। শারফিন (১৯), পিতা-আব্দুল ছত্তার ওরপে কালা মিয়া , গ্রাম- কালাইরগুল, ৫। মুক্তার মিয়া(২৮), পিতা-আছকির মিয়া , গ্রাম- হরিনাচং, কে গ্রেফতার করে এবং আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই হওয়া ০৩টি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close