ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন কাঠমন্ডু হয়ে অন্য কোনো দেশে চলে যেতে পারেন। তিনি জানান, পলাতক কয়েক আসামিকে ধরতে সাহায্য চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে বাংলাদেশ।
শনিবার (১ জুন) সকালে নেপালের রাজধানী কাঠমন্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একটি দল নেপাল যাচ্ছে। প্রতিনিধিদলে ডিবি ছাড়াও পুলিশ সদর দফতরেরর এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
এর আগে হারুনের নেতৃত্বে ডিবির একটি দল কলকাতা গিয়েছিল আনোয়ারুল আজিম হত্যার রহস্য উদঘাটনে। ২৮ মে রাতে কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক ভেঙে তিন থেকে চার কেজি মাংসের টুকরো উদ্ধার করে কলকাতা পুলিশ। এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে। তারপরে বলা যাবে, এগুলো সংসদ সদস্যের কি না।