নারায়ণগঞ্জনির্বাচনী হালচালসোনারগাঁও

সোনারগাঁয়ের ৮টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন । সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। নির্বাচন শুরু হওয়ার আগ মুহুর্তে অনেক কেন্দ্র ঝুকিপূর্ণ মনে হলেও এখন পর্যন্ত শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দিতে লাইনে সাড়িবদ্ধ দাড়িয়ে আছেন। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে। সকাল থেকে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটলেও ভোটগ্রহণে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন ভোট দিতে আসা কয়েকজন ভোটার৷

তবে কোনো প্রার্থীর প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে জানান সাধারণ ভোটাররা৷ কেন্দ্রে দায়িত্বে থাকা প্রার্থীর এজেন্টরাও বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ৷

ভোট দিতে আসা ভোটারগণ জানান, সকাল থেকে তারা লাইনে দাড়িয়ে শান্তিপূর্ন ভাবে ভোট দিয়েছেন। শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি। ভোটে কেউ কোনা প্রভাব বিস্তারের চেষ্টা করেনি।

সনমান্দী ইউনিয়নে ৪ ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার শাহরিয়ার জানান, সকাল থেকে তার কেন্দ্রে শান্তিপুর্ন ভাবেই ভোট গ্রহন চলছে। ভোটাররা উৎসবমুথর পরিবেশে ভোট দিচ্ছে। তিনি জানান, তার কেন্দ্র ৩১০৬ ভোটের মধ্যে ১৫২৮ টি ভোট ইতিমধ্যে গ্রহন শেষ হয়েছে। বাকি ভোট নিদিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে যাবে।

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা মুজিবুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ১৬২৫ জন ভোটার রয়েছেন৷ বেলা ১২টা পর্যন্ত অর্ধেক ভোট পড়েছে৷ কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো প্রার্থীর কোনো প্রভাব এই কেন্দ্রে নেই৷ শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার ৮টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করে নৌকা প্রতীকের মনোনয়ন দেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। এর মধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর, কাঁচপুর, বারদী ও সনমান্দি কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় ইঞ্জিনিয়ার মাসুম, মোশারফ ওমর, লায়ন বাবুল ও জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন।

তাই বাকি ৪টি ইউপির মধ্যে শম্ভুপুরা, জামপুর, সাদিপুর ৩টি লাঙ্গল ও নোয়াগাঁও ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৮টি ইউপির ৪টি ইউনিয়নে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বাকি চারটিতে ১৭ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান সহ ৮টি ইউনিয়নে মোট ৩৮৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এরমধ্যে সাদিপুর ইউনিয়নে ৩ জন, জামপুর ইউনিয়নে ৪ জন, নোয়াগাঁও ইউনিয়নে ৬ জন ও শম্ভুপুরা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া কাঁচপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন সাধারন সদস্য হিসেবে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বারদী ইউনিয়নে ১২ জন সংরক্ষিত মহিলা পদে ৩৩ জন সাধারণ সদস্য পদে, পিরোজপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন সাধারণ সদস্য পদে ৩৩ জন, সনমান্দিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন সাধারণ সদস্য পদে ৪২ জন, সাদিপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন সাধারণ সদস্য পদে ৩৪ জন, জামপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন সাধারণ সদস্য পদে ৩৯ জন, নোয়াগাঁওয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন সাধারণ সদস্য পদে ২৮ জন ও শম্ভুপুরা সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন সাধারণ সদস্য পদে ৩৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close