আন্তর্জাতিক

রাশিয়ায় বেলারুশের কার্গো বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাশিয়ার একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার সাইবেরিয়া অঞ্চলের ইর্কুতস্ক শহরে বিধ্বস্ত হয় অ্যন্তোনোভ এএন-১২ বিমানটি। বিধ্বস্তের পর এতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে দু’জনের নিহতের খবর পাওয়া গেলেও পরে জানা যায় বিমানটিতে থাকা সব আরোহী মারা গেছেন। খবর এপির।

নিহতদের মধ্যে ৩ জন বেলারুশ, ২ জন রাশিয়ান ও ২ জন ইউক্রেনের নাগরিক। তবে বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সার্বিয়ার স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে, আন্তোনভ মডেলের এই বিমানটি সাবেক সোভিয়েত আমলে তৈরি করা।

দেশটির এভিয়েশন এজেন্সি জানিয়েছে, অ্যান্টোনভ অ্যান টুয়েলভ বিমানটি বেলারুশের মালিকানাধীন ছিল। ইরখুটস্ক শহর পার হবার পর রাডারের বাইরে চলে যায় এটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের সাথে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল এলাকায় পড়ে আগুন ধরে যায় বিমানটিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close