জেলা/উপজেলাসারাদেশসিলেট বিভাগ

কঠোর লকডাউনের প্রথম দিনে কমলগঞ্জে ছয় হাজার টাকা জরিমানা

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে লকডাউন না মানায় ২০টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশেকুল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী। এ সময় সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন মো. মামুনুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশেকুল হক জানান, লকডাউন চলাকালীন অযথা ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা এবং অপ্রয়োজনে ঘুরাঘুরি করার দায়ে সংক্রমণ আইন ২০১৮-এর ২৪ ধারামতে ১টি মামলায় ও দন্ডবিধি ২৬৯ দ্বারা ১৯টা মামলায় ৬ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close