খেলাধুলানারায়ণগঞ্জফতুল্লা
নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ফতুল্লা ইউনিয়ন
নিজস্ব সংবাদদাত: নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুতুবপুর ইউনিয়নকে হারিয়ে ফতুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২১ মে) বিকালে শ্বাসরূদ্ধকর ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় তারা। উপজেলার ৭টি ইউনিয়ন এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
খেলা শেষে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত বিন ফেরদৌস, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন- গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, এস এম আরিফ মিহির প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন কাপ, রানার আপ কাপ, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সহ উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে, খেলা শুরুর পর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মন কাড়ে উভয় দলের খেলোয়াররা। শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে একমাত্র গোল করে জয় পায় ফতুল্লা ইউনিয়ন।