নারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সদর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে অস্থায়ী টিকা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান,  উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, শিশু বিশেষজ্ঞ ডা. কাজী ফারজানা আবেদীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ইসমাইল হোসেন ও উপজেলা স্বাস্থ্য সহকারি ঝর্ণা রানী দাস প্রমূখ।

জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬-১১ মাসের ৩৯৫৯৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৮৫, ৮০জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে।

অত্র জেলায় (সিটি করপোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১,০৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ৩ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাসের কর্মীসহ) শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোন ঝুঁকি নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close