জাতীয়নারায়ণগঞ্জরুপগঞ্জলেখা-পড়া

অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌ন হয়নি: বস্ত্র ও পাটমন্ত্রী

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের আম‌লেই হয়েছে। অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌নে কোন কাজ হয় নি। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষা‌কে ভা‌লোবা‌সেন। এজনই তিনি শিক্ষার প্র‌তি এতো গুরুত্ব দি‌য়ে‌ছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী ক‌লেজ, মাহমুদাবাদ সরকারী প্রাথ‌মিক বিদালয়, মঙ্গলখালী সরকারী প্রাথ‌মিক বিদালয় ও স‌হিতুন নেসা পাইলট উচ্চ বিদালয়ে প্রাথমিকের পঞ্চম শ্রেণির সরকারি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র প‌রিদর্শণ কা‌লে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা ব‌লেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, মারুফ-শারমীন স্মৃ‌তি সংস্থার সভাপ‌তি লায়ন ‌মোহাম্মদ মোজা‌ম্মেল হক ভুঁইয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমসহ অনে‌কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close