লেখা-পড়াসারাদেশসিলেট বিভাগ

কমলগঞ্জে ‘আমি হতে চাই’ শিশুদের নিয়ে কর্মসূচী পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে শিশুদের নিয়ে ‘আমি হতে চাই’ শীর্ষক একটি ব্যাতিক্রম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ’র কার্যালয়ে আমি হতে চাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন। প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক’র প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ, এডমিন অফিসার অজয় কুমার দে, হেলথ অফিসার ইমরান হোসেন সরকার, আই জি অফিসার রবিন্দ্রনাথ শীল প্রমূখ।

আলোচনায় প্রকল্প ব্যবস্থাপক বলেন, প্রত্যেকেরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে এবং প্রতিটি শিশুই স্বপ্ন দেখে সে তার জীবনে কি হতে চায়। গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজর সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) শিশুদের অধিকার রক্ষায় এবং শিশুদের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের প্রতি আমাদের বেশী যত্নশীল হতে হবে। তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমও করতে হবে।

পরে শিশুরা ভবিষ্যতে কি হতে চায় তা ব্যক্ত করে তাদের স্বপ্নগুলো বোর্ডে লিখে এবং তাদের স্বপ্নগুলো ড্রয়িং এর মাধ্যমে ফুঁটিয়ে তোলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close