নারায়ণগঞ্জরুপগঞ্জ
মহাসড়কে দুর্ঘটনা প্রতিরােধ বিষয়ক কর্মশালা হয়েছে রূপগঞ্জে ।
মহাসড়কে দুর্ঘটনা প্রতিরােধে করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভূলতা হাইওয়ে পুলিশ ও গাজীপুর রিজিয়নের আয়ােজনে উপজেলার ভুলতা গােলাকান্দাইল এলাকায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়ােজন করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, কন্ডাক্টার ও শ্রমিক সংগঠনের শ্রমিকদের মাঝে মহাসড়কে ট্রাফিক আইন মেনে শৃঙ্খলভাবে চলাচল ও সড়ক দূর্ঘটনা প্রতিরােধে নানা প্রশিক্ষণ প্রদান ও আলােচনা করা হয়।
ভূলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইনসপেক্টর (টিআই) সালাউদ্দিনের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাশেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী বেলায়েদ হােসেন, ভূলতা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া, গােলাকান্দাইল শ্রমিক লীগের সভাপতি নেওয়াজ রফিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মহাসড়কে শান্ত মেজাজে চালকদের যানবাহন চালাতে হবে। প্রত্যেককেই যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। তাছাড়া সড়কে বিভিন্ন দূর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন শতভাগ মেনে চলতে হবে।
এক্ষেত্রে বিভিন্ন আইন ও কৌশল পালনসহ তা বাস্তবায়ন করতে হবে। এ সময় হাইওয়ে পুলিশরা নানা বিষয়ে হাতে কলমেও প্রশিক্ষণ প্রদান তবে করেন।