কোটা সংস্কার আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এ সংঘর্ষ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকে শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। এর আগে দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে, আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আন্দোলকারী হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারা এই সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন তারা।