আইন ও অধিকারনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় ৫ আসামির হাজিরা

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ৫ আসামি আদালতে হাজিরা দিয়েছে। তারা সবাই জামিনে রয়েছে।

ব্হস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথির আদালতে তারা হাজিরা দেয়।

আসামিরা হলেন, রিফাত বিন উসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান সীমান্ত, তায়েব উদ্দিন আহমেদ জ্যাকি। হাজিরা শেষে আদালত এই মামলার পরবর্তী তারিখ ১৭ এপ্রিল ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু বলেন, আসামিরা আদালতে ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন বা চার্জশিট আদালতে জমা দেননি। আদালত পরবর্তী তারিখ ১৭ এপ্রিল ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ তার মরদেহ শীতলক্ষ্যার শাখা খাল থেকে উদ্ধার করা হয়।  দীর্ঘ ৯ বছরেও এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল হয়নি। ফলে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close