নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারী ইউপি মেম্বারকে গুলি

নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী ইউপি মেম্বার নিলুফা বেগমকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান তার বড় ভাই রহিম মুন্সী।

তিনি বলেন, তার পায়ে গুলি লেগেছে। প্রথমে তাকে শহরের সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে আমরা নিলুফাকে ঢাকা মেডিকেল নিয়ে এসেছি।

তিনি জানান, এলাকাবাসী দেখেছে যারা সেখানে এসেছে এবং যার হাতে অস্ত্র ছিল সেই গুলি করেছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাদবরের ছেলে রানার সাথে দ্বন্দ্ব চলে আসছিল তাদের। সেই দ্বন্দ্বের জেরে সকালে নিলুফার বাড়িতে দুপক্ষের কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। তখন নিলুফা বেগম থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়। এসময় রানা তাকে গুলি করে বলে এলাকাবাসী জানায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, একজনের কাছ থেকে ঘটনা শুনেছি তবে এ বিষয়ে থানায় এখোনো কেও কিছু যানায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close