নারায়ণগঞ্জ

জুয়েল-মোহসীন প্যানেলকে প্রকৌশলী লায়ন ইউসুফ আলী মাসুদের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এড. মোঃ হাসান ফেরদৌস জুয়েল-এড. মোহাম্মদ মোহসীন মিয়া প্যানেল এর ১৭ পদের বিপরীতে ১৬টিতেই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। গত সোমবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।জুয়েল-মোহসীন পরিষদের এ বিজয়ে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লায়ন ক্লাব অফ ইউথ চেম্বারের প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ জেলা সমিতির মাণবকল্যাণ বিষয়ক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি ক্রীড়ানুরাগী ও সমাজসেবক প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ। বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করায় সকল দলমতের আইনজীবীদের কৃতজ্ঞতা জানিয়ে প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১২’শ আইনজীবীর স্বপ্নের ডিজিটাল বার ভবন নির্মাণ ও সার্বিক উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন আইনজীবীরা। তারা সভাপতি পদে বার বার নির্বাচিত ডায়নামিক খ্যাত অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া প্যানেলকে বিজয়ী করেছেন। আদালতপাড়ায় আইনজীবীদের মাঝে ব্যাপক জনপ্রিয় ও ক্লিন ইমেজধারী হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও মুহাম্মদ মোহসীন মিয়ার হাতেই উন্নয়নের নেতৃত্ব তুলে দিলেন আইনজীবীরা। প্রকৌশলী মাসুদ আওয়ামীলীগের এমন ঐতিহাসিক বিজয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে এ বিজয়কে আধুনিক নারায়ণগঞ্জের রূপকার একেএম শামীম ওসমানের বিজয় উল্লেখ করে দানবীর এমপি একেএম সেলিম ওসমান ও এমপি একেএম শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই এমপির জন্য দোয়া প্রার্থনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close