খেলাধুলাঢাকাঢাকা বিভাগনারায়ণগঞ্জ
ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট ২০২২’র শুভ উদ্বোধন
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উদ্বোধন হলো ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট ২০২২। আজ ৩০ নভেম্বর, ২০২২ বিকেলে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট ২০২২’র উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চন্দন শীল, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, তানভীর আহমেদ টিটু, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, জনাব এস এম রফিকুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, সিআইডি, নারায়ণগঞ্জ, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ ও জনাব আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ।
ঢাকা রেঞ্জের ১১টি জেলা পুলিশের কাবাডি দলে টুর্নামেন্টে অংশগ্রহণ করে আগামী ৩ ডিসেম্বর, ২০২২ চুড়ান্ত খেলার মাধ্যমে টুর্নামেন্টের শেষ হবে। অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট দলসমূহ উপস্থিত ছিলেন।