জেলা/উপজেলাসারাদেশ

কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, ৩৬ জুলাইয়ের স্মরণে ৩৬টি গাছের চারা রোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ ‍সুপার (সদর সার্কেল) ইমরানুল ইসলাম, পিপিএম।

অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জুম্মন হাসান, জেলা শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আতহার আলী, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মুহাম্মদ রুকন উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়া, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি নাজির হোসেন। সফল আত্মকর্মী প্রশিক্ষিতদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত রিমা আক্তার, আত্মকর্মী শেখ সোমা আক্তার ও সফল যুব সংগঠকদের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদী প্রমুখ।

এর আগে বেলুন উড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে প্রশিক্ষিত বেকার যুব ও যুবাদের মধ্যে যুব ঋণের চেক প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষিত আত্মকর্মী, সফল যুব সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close