সিদ্ধিরগঞ্জ
না’গঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি সমাজ কল্যাণ সংলগ্ন মোহাম্মদ হোসেন’র ভাঙ্গারী দোকানের পিছনে রাখা পুরাতন প্লাস্টিক হতে আগুন লেগে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ১১:৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের দূর্ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডের উচ্চ তাপে আগুনের শিখা উপেরর দিকে উঠার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই অগ্নিকাণ্ডের কারণ স্থানীয় দোকানদারদের কাছ থেকে জানা যায়- ভাঙ্গারী ব্যাবসায়ী মোহাম্মদ হোসেন প্রায় সময় পুরাতন বিদ্যুতের তার আগুনে পুড়ে তামা বের করতো। স্থানীয় অনেকেই ধারণা করছেন, সেই কারণে হয়তো আগুনের সূত্রপাত।
স্থানীয়রা আরও জানান- সমাজ কল্যাণের জায়গাটি সরকারী। এই সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে দোকান ঘড়। এই দোকানে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এবং এই হোসেন’র ভাঙ্গারী দোকানের পিছনে কি করে খাল ভরে সমাজ কল্যাণের দেয়াল ঘেঁসে দখল করেছে অবশ্যই সমাজ কল্যাণের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত। তা নাহলে এই খাল ভরে হোসেন দেয়াল পর্যন্ত দখল করতে পারতনা।
এ দূর্ঘটনার বিষয়ে মোহাম্মদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন- আজ কোনো পুরাতন বিদ্যুতের তার আগুন জ্বালানো হয়নি। এই অগ্নিকান্ড কি কারণে লেগেছে, তা আমি বলতে পারছিনা। তবে ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়েছে।