নারায়ণগঞ্জনির্বাচনী হালচাললেখা-পড়াসিদ্ধিরগঞ্জ
এম. ডব্লিউ স্কুলে গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন
যোগ্য প্রার্থী বিবেচনায় ২নং ব্যালটে এগিয়ে শেখ মো. গোলাম মোস্তফা
আসন্ন এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় এর গভর্নিং বডি-২০২২ নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদ প্রার্থী শেখ মো. গোলাম মোস্তফা যোগ্য প্রার্থী হিসেবে অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছেন। ২৪ আগষ্ট বুধবার সরেজমিনে এম. ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে। তারা জানান সুষ্ঠু নির্বাচন হলে সকলের থেকে ২নং ব্যালটে বিপুল ভোটে এগিয়ে থাকবেন শেখ মো: গোলাম মোস্তফা। আজীবন তিনি নিরলস ভাবে এই স্কুলের উন্নয়নে কাজ করে গেছেন বলেও জানান অভিভাবকরা। কথা হলে বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানিয়েছেন, তারা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত তথ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। বিগত করোনার দিনে দুঃসময়ে অভিভাবকদের যারা পাশে ছিলেন তাদেরই তারা বেছে নিবেন। অনেকেই মত দেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ২নং ব্যালটে গোলাম মোস্তফা এগিয়ে থাকবেন। কারণ হিসেবে তারা জানান দুঃসময় একমাত্র তাকেই তারা সবসমশ পাশে পেয়েছেন।এদিকে
অভিভাবকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে গোলাম মোস্তফা বলেছেন, আপনারা (অভিভাবকরা) যদি আমাকে ২নং ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করব। আপনাদের ছেলে ও মেয়ে বিদ্যালয়ে ঠিকমত আসতে পেরেছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবো ও ব্যবস্থা গ্রহণ করব। গত ২৩ আগস্ট (মঙ্গলবার) নির্বাচনী প্রতিশ্রুতি জানিয়ে অভিভাবকদের প্রতি গোলাম মোস্তফা বলেন, আমি নির্বাচিত হলে, আপনাদের সন্তান বিদ্যালয়ে উপস্থিত হয়েছে/হয়নি সেই বিষয়ে নিশ্চিত হতে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এস.এম.এস সিস্টেম চালু করবো। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য যাতায়াত সুযোগ সুবিধা করে দিবো। বিদ্যালয়ে অভিভাবদের বসার সু-ব্যবস্থা করব। স্কুলে ক্যান্টিন স্থাপন, বিনোদনের জন্য বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা করন, বার্ষিক প্রতিযোগিতা ও ক্রীড়া টুর্নামেন্টের ব্যবস্থা করা, বৃক্ষরোপন কর্মসূচি, সুপেয় পানি পানের ব্যবস্থা গ্রহণ, বিদ্যালয়ের লাইব্রেরীতে জ্ঞানপিপাসুদের জন্য বই সরবরাহ, শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সমস্যা সমাধানে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরও বলেন, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে আপনাদের মেয়েদের যাতে ইভটিজিং এর শিকার না হতে হয় সে দিকে লক্ষ রাখা হবে। স্বল্প আয়ের অভিভাবকদের ছাত্র-ছাত্রীর জন্য সেশন চার্জ, বেতন, পরীক্ষার ফি হাফ কিংবা সম্পূর্ণ মওকুফের ব্যবস্থা করব। এবং আর্থিক অস্বচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য বই পুস্তক কেনা ড্রেস সহ আর্থিক সহযোগীতা করব। পরিশেষে বলতে চাই আমি একজন মানুষ আমারও ভুল হতে পারে, যদি কোথাও কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই ছোট জীবনে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি করোনা কালীন সময় এই সিদ্ধিরগঞ্জ নাসিক ৭নং ওয়ার্ড মানুষ তা দেখেছে। শুধু বিদ্যালয়ে নয় যে কোন সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত ও সু-শিক্ষার জন্য আপনার সন্তানদের উন্নত জীবন কামনা করি।প্রসঙ্গত, শেখ মোঃ গোলাম মোস্তফা তিনি একজন আওয়ামীলীগ নেতা এবং সাবেক সিনিয়র সহ- সভাপতি নাসিক ০৭ নং ওয়ার্ড যুবলীগ। প্রানঘাতী করোনাকালীন সময়ে স্কুলের ম্যানেজিং কমিটির পরপর ২ বার ৬ মাস মেয়াদী এডহক কমিটিতে তিনি সদস্য ছিলেন। তিনি কদমতলী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক ও কদমতলী নয়াপাড়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক।তিনি কদমতলীর নয়াপাড়ার সমাজ সহ ৪ টি সমাজ নিয়ে গঠিত মাদক নির্মুল কমিটির সাধারণ সম্পাদক।এছাড়া তিনি শেখ মো.গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবত শিক্ষার মান উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজের সাথে নিয়োজিত রয়েছেন।