জাতীয়ঢাকাস্বাস্থ্য বার্তা

নিটোর এর উদ্যোগে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

২৭ অক্টোবর বৃহস্প্রতিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর উদ্যোগে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে মতবিনিময় সভা আয়োজিত হয়।

নিটোর আয়োজিত এই সভায় ডাঃ মনিরুল ইসলাম (কচি) এর সভাপতিত্বে এবং অকুপেশনাল থেরাপিস্ট নাজমুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের উপ-পরিচালক ডাঃ মোয়াজ্জেম হোসেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডাঃ মঈনউদ্দিন,ডাঃ রায়হান হামিদ, ফিজিওথেরাপি বিভাগের সিনিয়র লেকচারার হাবিবুর রহমান (পি,টি), আমিরুল ইসলাম (পি,টি), অলিজাতুর রহমান (পি,টি), ফরিদা ইয়াসমিন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পত্রিকা দৈনিক বজ্রধ্বনির প্রকাশক ও সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ, বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোয়াজ্জেম হোসেন বলেন,অকুপেশনাল থেরাপি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি স্বীকৃত বিভাগ এবং একটি আধুনিক স্বাস্থ্য সেবামূলক পেশা যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী বা প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন কাজে যথাসম্ভব সর্বাধিক স্বাবলম্বী (স্বনির্ভর) করার উদ্দেশ্যে চিকিৎসা প্রদান করা হয়। এই বিভাগের সার্বিক উন্নয়নে নিটোর প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।

সেখানে বক্তারা আরো বলেন, শারীরিক, মানসিক, চিন্তা বা উপলব্ধিগত, পরিবেশগত কিংবা সামাজিক কারণে দৈনন্দিন কাজ সম্পাদনে অন্যের প্রতি নির্ভরশীল, সমস্যাগ্রস্ত কিংবা অক্ষম যে কেউই অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবায় উপকৃত হতে পারেন।

অকুপেশনাল থেরাপিস্টগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন এমন কিছু অতি পরিচিত রোগের নাম নিচে উল্লেখ করা হলঃ স্নায়ুরোগ বিষয়ক (Neurological Conditions): স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মেরুরজ্জুতে আঘাত, বৃদ্ধদের ডিজেনারিটিভ কভিশন্স, স্নায়ুর আঘাত, প্যারালাইসিস, গুলেন বারি সিন্ড্রোম (GBS) ইত্যাদি।

শিশুরোগ বিষয়ক (Paediatric Conditions): মস্তিষ্কে পক্ষাঘাত (Cerebral Palsy), অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিজওর্ডার (Autism & Neurodevelopmental Disorders), বাঁকানো পা (Club feet), ডাউন সিন্ড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী (Learning disability), স্পাইনা বাইফিডা (Spina bifida) ইত্যাদি। পেশী ও হাড় সংক্রান্ত (Musculo Skeletal Conditions): হাড় ভাঙ্গা, বাত, রিওমাটয়েড আর্থ্রাইটিস, অঙ্গহানি, হাতে আঘাত, আগুনে পোড়া, কোমর ও কাঁধে ব্যথা ইত্যাদি।

মনোরোগ বিষয়ক (Psychiatric Conditions ) : বিষণ্নতা, অস্থিরতা, সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মাদকাসক্তি ইত্যাদি। সভাপতির বক্তব্যে ডাঃ মনিরুল ইসলাম (কচি) বলেন,ডাক্তারগণ যেমন চিকিৎসার মাধ্যম হিসাবে ঔষধ ব্যবহার করে থাকেন, অকুপেশনাল থেরাপিস্টগণ তেমনি বিভিন্ন উদ্দেশ্যমূলক কাজ (Purposeful activity), শারীরিক ব্যায়াম (Exercise), বিশেষ সহায়ক সামগ্রির ব্যবহার, নৈপূণ্য প্রশিক্ষণ, রোগীর পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন ও পরিবর্তন এবং বিকল্প কৌশল প্রয়োগের মাধ্যমে রোগীকে দৈনন্দিন কাজে সর্বাধিক স্বাবলম্বী হতে সাহায্য করে থাকেন যার গুরুত্ব অপরিসীম।

ফিজিক্যাল মেডিসিন বিভাগ সর্বদা ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি বিভাগের সাথে কাধে-কাধ মিলিয়ে কাজ করে যাবে। পরিশেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close