ধর্মসারাদেশ

কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মের সীরাত কনফারেন্স

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি : (১২ নভেম্বর) শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সীরাত কনফারেন্সের শুরু হয়ে রাত ১১টায় মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।

কিশোরগঞ্জের প্রথিতযশা আলেম ও আল জামিয়াতুল ইমদাদিয়ার অর্ধশত বছরেরও অধিক সময় ধরে হাদিসের দরস দানকারী প্রবীণ মুহাদ্দিস শায়খুল হাদিস মাওলানা আশরাফ আলী (বৌলাই হুজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্সের সীরাত আলোচনায় অংশনেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. স্নেহধন্য ছাত্র মাওলানা আবদুর রাজ্জাক নদভী, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও আলোচক মুফতি আবদুল মাজিদ, কলামিস্ট ও কবি মাওলানা মুসা আল হাফিজ প্রমুখ।

এছাড়াও কর্মসূচির মধ্যে সীরাত বিষয়ক কুইজ প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, সীরাত কনফারেন্স বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।i

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেয মাওলানা আকরাম খন্দকার, হাফেয মাওলানা আবদুল কাইয়ূম ও মাওলানা জাকারিয়া আনোয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close