আন্তর্জাতিক
ইসরাইলে কয়লা রফতানি স্থগিতের ঘোষণা কলম্বিয়ার
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় যুদ্ধের জেরে ইসরাইলে কয়লা রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ জুন) সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া ঘোষণায় পেট্রো জানান, একসময়ের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক খারাপ হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া।
আমেরিকান জার্নাল ফর ট্রান্সপোর্টেশনের তথ্যানুসারে, ইসরাইল তার ৫০ শতাংশেরও বেশি কয়লা কলম্বিয়া থেকে আমদানি করে এবং এর বেশিরভাগই ব্যবহৃত হয় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য।
দীর্ঘকাল ধরে সামরিক সরঞ্জাম যেমন- অ্যাসল্ট রাইফেল এবং গোয়েন্দাদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ইসরাইল থেকে আমদানি করতো কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি গত তিন দশকে ইসরাইল থেকে ৩০টিরও বেশি যুদ্ধবিমান কিনেছে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্যও ইসরাইলি কোম্পানির ওপর নির্ভরশীল।
তবে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায় নতুন সামরিক ক্রয় বন্ধ রয়েছে। পেট্রোর সমালোচকরা বলেছেন যে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিয়েছেন, তা কলম্বিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। কারণ তাদের সামরিক বাহিনী দেশের গ্রামীণ অংশে মাদক চক্র এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো বিরুদ্ধে লড়ছে। সূত্র: এপি