আন্তর্জাতিক

ইসরাইলে কয়লা রফতানি স্থগিতের ঘোষণা কলম্বিয়ার

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় যুদ্ধের জেরে ইসরাইলে কয়লা রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ জুন) সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া ঘোষণায় পেট্রো জানান, একসময়ের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক খারাপ হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া।

এক্সে তিনি লিখেছেন, গাজায় যখন গণহত্যা বন্ধ হবে, তখনই ফের কয়লা রফতানি শুরু হবে। পেট্রো একটি খসড়া ডিক্রিও পোস্ট করেন। এতে তিনি বলেন, ইসরাইলকে গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারের যে আদেশ সম্প্রতি দিয়েছেন আন্তর্জাতিক আদালত, সেটা যদি নেতানিয়াহু সরকার মেনে নেয়, কেবল তখনই আবার শুরু হবে কয়লা রফতানি।
কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের মতে, গত বছরের প্রথম আট মাসে ইসরাইলে কয়লা রফতানি হয়েছে ৩২ কোটি ডলারের বেশি। এটি দেশের সামগ্রিক কয়লা রফতানির একটি ছোট অংশ, যেখানে ২০২৩ সালে কলম্বিয়ার কয়লা রপ্তানির পরিমাণ ছি ৯০০ কোটি ডলারের বেশি।

আমেরিকান জার্নাল ফর ট্রান্সপোর্টেশনের তথ্যানুসারে, ইসরাইল তার ৫০ শতাংশেরও বেশি কয়লা কলম্বিয়া থেকে আমদানি করে এবং এর বেশিরভাগই ব্যবহৃত হয় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য।

কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে ২০২২ সালে দায়িত্ব নেন পেট্রো। গত মে মাসে ইসরাইলের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তিনি। তবে উভয় সরকারই এখনো একে অপরের অঞ্চলে কনস্যুলেট রাখা এবং বাণিজ্য পরিচালনা অব্যাহত রেখেছে।

দীর্ঘকাল ধরে সামরিক সরঞ্জাম যেমন- অ্যাসল্ট রাইফেল এবং গোয়েন্দাদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ইসরাইল থেকে আমদানি করতো কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি গত তিন দশকে ইসরাইল থেকে ৩০টিরও বেশি যুদ্ধবিমান কিনেছে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্যও ইসরাইলি কোম্পানির ওপর নির্ভরশীল।

তবে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায় নতুন সামরিক ক্রয় বন্ধ রয়েছে। পেট্রোর সমালোচকরা বলেছেন যে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিয়েছেন, তা কলম্বিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। কারণ তাদের সামরিক বাহিনী দেশের গ্রামীণ অংশে মাদক চক্র এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো বিরুদ্ধে লড়ছে। সূত্র: এপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close