অপরাধজাতীয়নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর ১০ লাখ টাকার মালামাল ডাকাতি, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমেরিকা প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে দশলাখ টাকার মালামাল লুট করেছে গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী ডাকাতরা। শনিবার (১৪ জানুয়ারি) ভোর রাত তিনটায় আটি ওয়াপদা কলোনি এলাকায় এঘটনা ঘটে। সন্দেহভাজন হিসেবে পুলিশ গাড়ি চালক শহিদুল ইসলাম ও মালিক আজিজুলকে আটক করেছেন।

ভুক্তভোগী আরিফ হোসাইন সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক। তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ছিলেন। ব্যবসায়ীক কাজে কয়েক বছর আগে আমেরিকায় চলে যান। তিনি মিজমিজি এলাকার আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, আমেরিকা প্রবাসী সাংবাদিক মো: আরিফ হোসাইন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে রাত পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আরিফ হোসাইন ফিরে আসার খবর পেয়ে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় রেন্ট-এ কার স্ট্যান্ড থেকে একটি এক্সনোয়া গাড়ি ভাড়া করে মো. আরিফ হোসাইনকে আনতে বিমান বন্দর যান।

তারা বিমান বন্দর থেকে দেড়টার দিকে মিজমিজি নিজ বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। রাত তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী মেসার্স খাজা লাইমস্ নামক চুনা কারখানা এলাকায় পৌঁছলে অপর একটি হাইএক্স গাড়িযোগে আসা সশস্ত্র ডাকাত দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাংবাদিক আরিফ সোসাইনকে বহন করা গাড়ির গতি রোধ করেন।

আরিফ হোসেন জানান, ডিবি পুলিশের পোশাক পড়া সাত থেকে আটজন ডাকাত গাড়ি থামিয়ে আমার দেহ তল্লাশি করে মানিব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে পাসপোর্ট, আমেরিকার  গ্রীনকার্ড ও ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। পরে আমাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে।

এ সময় আমার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমান বাধা দিলে তাকেও মারধর করা হয়। সাথে করে নিয়ে আসা নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, আইফোন-১৪ প্রো মেক্স ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

আরিফের অভিযোগ, আমাকে বহন করা গাড়ি চালকের ভূমিকা সন্দেহ জনক। তিনি ইচ্ছা করলে চলে যেতে পারতেন। তা না করে আমি কোথায় থেকে এসেছি ডাকাতদের সব বলে দেয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ গোলাম মোস্তফা জানান,ডাকাতির ঘটনায় প্রবাসীকে বহনকরা গাড়ি চালক ও মালিককে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close