রাজনীতিসিদ্ধিরগঞ্জ

শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে আওয়ামীলীগ নেতা মুন্নার শোডাউন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণার শুরুতেই নৌকার মার্কায় ভোট চেয়ে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করেছেন নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: তানভীর কবির মুন্না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নাসিক ৭ নং ওয়ার্ডের ৯৫ নং আদমজী নগর এম ডব্লিউ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী কেন্দ্র ভিত্তিক এলাকায় এই মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগ নেতা মুন্নার নেতৃত্বে নাসিক ৭নং ওয়ার্ডের এই মিছিলটি ভোটারদের জনসমুদ্রে পরিনত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোডাউন শেষে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুন্না বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আমাদের নেতা জননেতা আলহাজ্ব একে এম শামীম ওসমানকে আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করতে হবে। তাই নৌকাকে বিজয়ী করে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এমনকি জননেত্রী শেখ হাসিনা এ দেশের যে উন্নয়ন করেছেন এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। তারা বিএনপি জামায়াত যেনো কোনো ষড়যন্ত্র করে সফল হতে না পারে সেজন্য সকলকে চোখ কান খোলা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সবুর, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, যুব মহিলালীগ নেত্রী স্বর্নালী, হাসনাত রাসেল, মুরাদ হোসেন , শাহজাহান সরদার, এরশাদ , মুনসুর, মমিন, আনিস তালুকদার, মেহেদী হাসান হারুনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close