ঢাকাঢাকা বিভাগ
নাজিরা বাজার মাতৃসদন এ পুষ্টিহীনতা সম্পর্কে লিফলেট বিতরণ
ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় পরিচালিত লিড প্রজেক্টের আওতায় ৭ ই আগস্ট, ২০২২ তারিখে সোমবার সকাল ৯ঃ০০ থেকে বংশাল ৩৪ নং ওয়ার্ডে নাজিরা বাজার মাতৃসদনে গর্ভবতী মায়েদের কে একদল তরুন সেচ্ছাসেবীরা পুষ্টিহীনতা সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম এ অংশগ্রহন করে লিফলেট বিতরণ এর মাধ্যমে। (ম্যাটার্নাল প্লানিং (Maternal Planning) সেচ্ছাসেবী টিম)
লিফলেট বিতরণ এর পাশাপাশি তারা পুষ্টিহীনতা সম্পর্কে গর্ভবতী মায়েদের সাথে আলোচনা করে তাদেরকে এ বিষয়ে সচেতন করে। এছাড়াও আগামীতে বিভিন্ন বৈঠক এর মাধ্যমে এই ওয়ার্ডের গর্ভবতী মায়েরদের কে তারা ‘মা ও শিশু পুষ্টিহীনতা’ সম্পর্কে সচেতন করবে নাজিরা বাজার মাতৃসদন এর সহযোগিতায়।
আজকের প্রোগ্রামটি তে আরও উপস্থিত ছিলেন নাজিরা বাজার মাতৃসদন এর কনসালট্যান্ট কাম এডমিনিস্ট্রেটর, ডা. সাথী খানম।