নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর
শিক্ষা আন্দোলনের শহীদদের প্রতি ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধা নিবেদন।
মহান শিক্ষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইলিয়াস জামান , সাধারন সম্পাদক ফারহানা মানিক মুনা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ নেতা-কর্মীরা।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইলিয়াস জামান বলেন, সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করে। শরীফ কমিশন নামে খ্যাত এসএম শরীফের নেতৃত্বে গঠিত এই কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তাদের প্রতিবেদন পেশ করে।
শিক্ষাকে উচ্চবিত্তদের জন্য একচেটিয়াকরণ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, ৮ম শ্রেনী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বন্ধ সহ বিভিন্ন শিক্ষা সংকোচ নীতি নেয়া হয়। আজ ১৭ই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসে আমরা শ্রদ্ধাসহ স্মরণ করছি দেশের সেই সব সূর্যসন্তানদের।