জাতীয়সারাদেশসিলেট বিভাগ

চা বাগানে মক্তব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাকিয়াছাড়া চা বাগানের পূর্ব লাইনে এলাকার মুসলিম গ্রামবাসীর উদ্যোগে নব্য প্রতিষ্ঠিত কাকিয়াছড়া মক্তব ও পাঞ্জেগানা মসজিদকে প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের। রবিবার ‌‌‌(৩রা জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত একটি লিখিত অভিযোগে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি উল্লেখ করেন “আমরা গ্রামবাসী মুসলিম সম্প্রদায়ের লোকজন আমাদের ছেলেমেয়েদের ইসলামি শিক্ষা প্রদানের জন্য একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য চা বাগানের কোম্পানির নিকট হতে মক্তব ও পাঞ্জেগানা মসজিদ তৈরি করার জন্য অনুমতি পাই। আর গত ৯ই ডিসেম্বর গ্রামবাসীর অর্থায়নে ও এলাকার মুরুব্বিদের পরামর্শে এবং সহযোগিতায় ২৫ ফুট লম্বা ও ৩০ফুট প্রস্থের একটি টিনের ঘর তৈরি করি। আর উক্ত বর্ণিত জমিটি একজন বাসা ছিল বর্তমানে সেই স্থানটি খালি পড়ে থাকায় এলাকার শওকত আলী ও তারা পরিবার সেই জায়গাটি দখল করে চাষাবাদ কর ছিল। মূলত এটি বাগানের কোম্পানির আওতাধীন ভূমি তাই আমরা যখন সেখানে মক্তব ও পাঞ্জেগানা মসজিদ তৈরি করতে আবেদন করি তখন আমাদেরকে উক্ত জায়গাটি কোম্পানি আমাদের দিয়ে। গত ১৬ ই ডিসেম্বর সকাল ৯ টা ৪৫মিনিটে নবনির্মিত মক্তব ও পাঞ্জেগানা মসজিদে শওকত আলী ও তার পরিবার ভাঙচুর করে এবং আমার ওপর আঘাত করে। আমি আত্মরক্ষার্থে চিৎকার করলে এলাকায় কিছু লোকজন সেখানে আসে এবং শওকত আলী ও তার পরিবার ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায় । পরে স্থানীয় লোকজন আমাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। আর আপনারা এলাকায় যদি খোঁজ নেন তাহলে দেখবেন শওকত আলী ও তার পরিবার এলাকার প্রতিটি লোকের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এবং যেকোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা মারমুখো অবস্থায় অবতীর্ণ হয় তাদের অত্যাচারে অনেক মানুষ এলাকা অতিষ্ঠ এবং কিছু মানুষ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে বিচার দেন। উল্লেখ আছে যে আমাদের এলাকায় আমরা ৩৪টি মুসলিম পরিবার কিন্তু একমাত্র শওকত আলী ও তার পরিবার ছাড়া আর কেউই ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করেনি। এমনকি আমাদের বাগানে অন্য ধর্মের লোকেরা এটি প্রতিষ্ঠায় বাঁধা প্রদান করেনি উল্টো আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এতদিন চিকিৎসাধীন ছিলাম ও এলাকার মুরুব্বিরা এটি সমাধানের চেষ্টা উদ্যোগ নিলে আমরা রাজি হ‌ই কিন্তু শ‌ওকত আলী ও তার পরিবার বিচারে বসতে রাজি হয় নি বর‌ং তারা উল্টো আমার নামে এবং আমরা যারা ‌এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চাচ্ছি তাদের নামে থানায় বানোয়াট অভিযোগ দায়ের করে। তাই আমরা আজ প্রায় বাধ্য হয়েই গণমাধ্যম কর্মীদের কাছে ছুটে আসা।আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা আমাদের জন্য বাচ্চাদেরকে ইসলামী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত এই মক্তব ও পাঞ্জেগানা মসজিদটি রক্ষায় সবাই সহযোগিতা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close