Uncategorized

এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছে আদালত। সেইসাথে মামলাটি আদালত আমলে নিয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার  (১২ জানুয়ারি ) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো: মোহিতুল হক এই চার্জশীট গ্রহণ করেন। তবে এখনো চার্জ গঠনের তারিখ নির্ধারিত হয়নি।

তার আগে, সকালে কড়া নিরাপত্তায় মামলার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে চার্জশিট গ্রহণ করে আদালত।  এই মামলায় গত ৩ ডিসেম্বর প্রধান অভিযুক্ত সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। অভিযুক্ত ৮ জনের মধ্যে ৬ জনকে ধর্ষণে সরাসরি জড়িত ছিলেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়। আর দুই জনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরাসরি জড়িত অভিযুক্তরা হলেন, প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। আর সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে। তার আগে,  ডিএনএ টেস্টেও গ্রেপ্তার আসামিদের ডিএনএ নমুনার সাথে ঘটনাস্থলের ডিএনএ নমুনার মিল পাওয়া যায়।

গত ২৫ সেপ্টেম্বর ২০২০ সালের রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করেন কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ ঘটনায় পরদিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

মামলায় গ্রেফতার হওয়া আট আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close