সিলেট বিভাগ
কমলগঞ্জে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি’র গণশুনানি অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি’র গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ এপ্রিল সোমবার সকাল ১০টায় হীড বাংলাদেশ এর কমলগঞ্জ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন সমিতির ৭০জন সদস্য অংশগ্রহণ করে।
হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপপরিচালক ফরিদুল হকের সঞ্চালনায় গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন হীডের নির্বাহী পরিচালক ( MRA ) নূরে আলম মেহেদী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (MRA) মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কমলগঞ্জ এর লিয়াজু অফিসার নৃরে আলম সিদ্দিকী, মাইক্রোফাইন্যান্স প্রগ্রাম অফিসার তপন সাহা, প্রজেক্ট অফিসার জাকব দাস। আনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ আদমপুর শাখা ব্যবস্থাপক সীমান্ত বিশ্বাস, আদিত্য বিশ্বাস, সদস্য রুমানা আক্তার, নিলুফা বেগম, রসবতী সিনহা , আবদুল হান্নান, আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন হীড বাংলাদেশ থেকে আমারা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা পেয়েছি এবং যত দিন হীড থাকবে ততদিনে আমরা হীডে পাশে থাকবো।