জাতীয়

‘৫ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার, রিজার্ভ ২০ বিলিয়নের উপরে’

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার এখন ২০ বিলিয়ন ডলারের উপরে দাঁড়িয়েছে। অন্য দিকে গত পাঁচ মাসে বিদেশ থেকে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ঘাটাইল  শাখার ৪০০ তম শাখা উদ্ধোধদের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও জানান, ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর দুর্বল ব্যাংকগুলো পড়ে যাবে না। সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে এবং সামনে এই ব্যাংকটি আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্রিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.এম মাসুদ রহমান, অডিট কামিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, এফসিএ এফসিএস এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খরশীদ ওয়াহাব। কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসার ড. মোহাম্মদ আবদুস সালাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close