সারাদেশ
কিশোরগঞ্জ ভৈরবে বজ্রপাতে এক জন নিহত
রাফি তালুকদার
কিশোরগঞ্জ ভৈরবে বজ্রপাতে কাজি জিল্লুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৩ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার নইন্দা খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভৈরব পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত কাজি গোলাপ মিয়ার ছেলে। জিল্লুর রহমান শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর মাক্কু মোল্লা ফুড ফ্যাক্টরীতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী মোস্তফা মিয়া জানান, ফ্যাক্টরির সংস্কার কাজের জন্য ভাল মানের ইট খোঁজতে উপজেলার আগানগর ইউনিয়নের নইন্দা এলাকায় ইট খলাতে মোটরসাইকেল যোগে যায়। ফেরার পথে বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা অতিরিক্ত কাঁদা দেখে জিল্লু মিয়া হেটে কাঁদাস্থান পার হওয়ার চেষ্টা করে। ওই মুহুর্তে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হন। এই সময় হালকা বৃষ্টি ছিল। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন জানান, জিল্লু মিয়াকে হাসপাতালে আনার পর পরিক্ষা নিরিক্ষা করা হয়েছে। তিনি বজ্রপাতেই মৃত্যুবরণ করেছেন। শরীরে বজ্রপাতে ক্ষতের চিহ্ন রয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।