রাজনীতিসিদ্ধিরগঞ্জ
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া
সিদ্ধিরগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) মুনলাইট চৌড়াস্তা বালুর মাঠে এ আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ২১ আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল আজিজ, সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, হাজী মতিউর রহমান মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের উপ প্রচার সম্পাদক জামাল, ওয়াসিম, আ: রহিম, মিজান, আল- আমিন, বাবুল, শিপন, সুমন, রিফাত, সিফাত প্রমুখ।