অপরাধঢাকারাজনীতি

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের উপরে ২ দফায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের উপরে ২ দফায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলা করে পাশাপাশি দুইটি মামলাও করেছে

দুই দফা হামলার পর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেছে ছাত্রলীগের দুজন নেতা। রাজধানীর শাহবাগ থানায় দায়েরকৃত এই দুই মামলায় একজনকে পলাতক দেখানোর পাশাপাশি ২৪ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় হামলা চালায় ছাত্রলীগ। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে আয়োজনকৃত ওই স্মরণসভায় ছাত্রলীগের হামলায় ছাত্র অধিকার পরিষদের ১০-১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করে সংগঠনটি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে আরও একদফা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তারা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ছাত্র অধিকার পরিষদের অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

মামলার বিষয়ে জানতে এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন। তারা হলেন কেন্দ্রীয় নেতা তারেকুল ইসলাম, নাজমুল হাসান, এইচ এম রুবেল, মো. সানাউল্লাহ, তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, পারভেজ মাহমুদ ও তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা আখতার হোসেন, আকরাম হুসাইন, আসিফ মাহমুদ, জাহিদ আহসান ও সাদ্দাম হোসেন; ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতা আসাদ বিন রনি, মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারি, মো. রাকিব ও আরিফুর রহমান আরিফ; ঢাকা কলেজ শাখার নেতা ইউসুফ হোসাইন ও মো. রাকিব; কুমিল্লা মহানগরের নেতা মো. ওয়ালিউল্লাহ; শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের নেতা আবু মো. কাওসার এবং গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতা বিল্লাল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close