নারায়ণগঞ্জবন্দর

বন্দরে পরিবেশ দূষণকারী ব্যাটারি ফ্যাক্টরি বিরুদ্ধে মানববন্ধন

বন্দরে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামের একটি পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় মানববন্ধন করে এই সংগঠনটি। এসময় আশপাশের এলাকাবাসীরাও তাদের এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কেওঢালা এলাকার বিভিন্ন ব্যাটারি ফ্যাক্টরির এসিড মিশ্রিত বিষাক্ত ধোঁয়ার কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। কোমলমতি শিশুসহ সবার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। প্রতিবাদ জানালে মামলার ভয় দেখানো হয়। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের জন্য জোর দাবি জানানো হচ্ছে। যদি কারখানাগুলো এলাকা থেকে সরানো না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি করেন বক্তারা।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক পারভেজ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কাশেম, আব্দুল মতিন, সাদিকুল ইসলাম, শাহিন মেম্বার, আকতার হোসেন মেম্বার, সাইদুল ইসলাম জুয়েল, গোলাম হোসেন ভুঁইয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close