সিলেট বিভাগ

কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ একর টিলার গুল্মসহ গাছপালা পুড়ে ছাই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের বাঘমারা বন ক্যাম্প সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ বনের (হীড বাংলাদেশ এলাকা) আবারও আগুনে পুড়ে গেছে প্রায় ৬ একর টিলা ভূমি।

বুধবার (১৩ মার্চ ) বিকাল ২টায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কমলগঞ্জ ফায়ার সাভির্স ৪ ঘন্টার প্রচেষ্ঠায় সন্ধ্যা ৬ টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বনবিভাগের দাবী পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রনে নয়, সেটা হীড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রনে। অপর দিকে আগুনে প্রায় ৬ একর জায়গার গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে বলে হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী নিশ্চিত করেছেন।

স্থানীয় ও হীড বাংলাদেশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টায় হীডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংল্গন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে হীড বাংলাদেশ কৃতর্পক্ষ ফায়ার সাভির্স দলকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর চেষ্ঠা চালান। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৪ ঘন্টা ফায়ার সাভির্সের দুটি ইউনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়।

স্থানিয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণীর মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।

বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হিড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ পরিত্যক্ত বনে বিভিন্ন ছোটবড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রানীসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করতো। ধারনা করা হচ্ছে, অরক্ষিত এলাকায় দুস্কৃতিকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের বলেন, লাউয়াছড়া সংলগ্ন হীডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে।

হীড বাংলাদেশ এনজিও সংস্থার লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী বলেন, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ টিলায় হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সাভির্স দল এসে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্য প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া বলেন, আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close