রাজনীতি
দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেয়ার ব্যবস্থা করবেন। তিনি শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জিনজিরা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৬ বছর কেরানীগঞ্জের উন্নয়নের নামে যত বরাদ্দ এসেছে সেই টাকায় কোন উন্নয়নমূলক কাজ না করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তা পকেটে বড়েছে। বিদেশ এবং দেশের ভিতর থেকে ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনজিরা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ।
জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ওমর শাহ নেওয়াজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈশা খা, মোহাম্মদ হাসান, যুবদল নেতা আবু জাহিদ মামুন, তাতীদল নেতা ও রাশেদ ইমন প্রমুখ।