খেলাধুলাবন্দর

উত্তর লক্ষনখোলায় ডিগবল টুর্নামেন্টের ফাইনালে মইনুল আশকারী উইনার্স

উত্তর লক্ষনখোলা জুনিয়র গ্রুপের উদ্যোগে আয়োজিত ডিগবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে মইনুল আশকারী উইনার্স

গত ০৯/১২/২০২৩ইং শনিবার বন্দরস্থ উত্তর লক্ষনখোলা ২নং খেয়াঘাট মাঠে অনুষ্ঠিত ডিগবল টুর্নামেন্ট এর ১ম সেমিফাইনাল ম্যাচে ২-১ গোলে ফাইনাল নিশ্চিত করেছে মইনুল আশকারী উইনার্স।

বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ২-১ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে মইনুল আশকারী উইনার্স।

খেলায় চমংকার ক্রিড়ানৈপুন্যের জন্য ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয় মইনুল আশকারী উইনার্সের গোলরক্ষক আকাশকে।

আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩.২০ টায় উত্তর লক্ষনখোলা ২নং খেয়াঘাট মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্ট আয়োজক কমিটি।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ ও পুরস্কার কার্যক্রম উপভোগ করতে সবাইকে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close