জাতীয়
গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত একজন ; আহত অর্ধশত
রাজধানীর গুলিস্তানে বাসস্টান্ডের কাছে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজনের নিহত হবার কথা নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এরই মধ্যে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তাৎক্ষণাতভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।