ঢাকানারায়ণগঞ্জরাজনীতি
এক শামীম ওসমানেই তোলপাড় ঢাকার রাজপথ
প্রতিবেদক, স্বাধীন হাসান হীরাঃ
২৮ জুলাই শুক্রবার ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে বিপুল জনশ্রোত নিয়ে হাজির হন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জনাব একেএম শামীম ওসমান এমপি। সেখানে বৃষ্টিকে উপেক্ষা করে লাখো জনশ্রোতাকে নিয়েই স্লোগান তোলেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য নারায়ণগঞ্জই যথেষ্ট। এবং তার কর্মীরা জানান সারাদেশের প্রয়োজন নেই ঢাকা রাজপথ গরম করতে একজন শামীম ওসমানই যথেষ্ট। সেখানে এমপি শামীম ওসমান যতক্ষণ ছিলেন ততক্ষণই শ্লোগানে শ্লোগানে রাজপথ উত্তপ্ত করেছেন। স্লোগানে উজ্জীবিত করেছেন ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতাকর্মীদের।
তিনি বলেন, আজ আমার বয়স ৬২ বছর নয়, মনে হচ্ছে ২৬ বছর। প্রয়োজনে অতীতের ন্যায় আবারো রাজপথে থাকবেন বলে জানান নারায়ণগঞ্জের দাপুটে এই নেতা।