অপরাধ

কারখানায় অভিযান চালিয়ে ১১৪০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় ১ হাজার ১৪০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়া।

নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মারুফা সুলতানা খান হীরা মনি এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লার মুন্সিপাড়া রোডের  এফ এফ ট্রেডার্স নামক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানটিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close