অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন সড়কের কাজে ব্যাঘাত ঘটিয়েও মেলা বসিয়ে চাঁদাবাজি অব্যাহত!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
একদিকে সড়কের উন্নয়ন কাজ চলছে আরেকদিকে সেই নির্মাণাধীন সড়কের কাজে ব্যাঘাত ঘটিয়ে সাপ্তাহিক মেলা বসিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চাঁদাবাজি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী পশ্চিম আব্দুল আলীর পুল এলাকার আতঙ্ক এনায়েত হোসেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পানি বিক্রি এবং মেলা বসিয়ে চাঁদাবাজি করার সংবাদ প্রকাশ হয়েছে বহুবার। কিন্তু এনায়েতের খুঁটির জোরে স্থানীয় পত্রিকা তো বটেই জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ তার অপকর্ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে ব্যর্থ হয়েছে।

রবিবার সন্ধ্যায় মিজমিজি পাইনাদী পশ্চিম আব্দুল আলীর পুল এলাকায় খাল পাড়ে সরজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সরকারি সড়কের উপর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে সাপ্তাহিক মেলা চলছে। যার মাধ্যমে এনায়েত প্রায় শখানেক ভাসমান দোকান বসিয়ে প্রতি সপ্তাহে ১৫ থেকে ১৭ হাজার টাকা চাঁদা আদায় করে থাকেন। কয়েকবার সংবাদ প্রকাশের পর এনায়েত সতর্কতা অবলম্বন করে এখন নিজে না গিয়ে দুজন সহযোগী দিয়ে এই চাঁদা উত্তোলন করে। এনায়েতের এই মেলা বসানোর ফলে একদিকে যেমন সড়কের নির্মাণ কাজে ব্যাঘাত ঘটাচ্ছে অপরদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।

এনায়েত হোসেন এলাকায় নিজেকে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেতা হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার বলেন, দোকানপ্রতি দেড়শ টাকা দেই। মাঝেমধ্যে টাকা ছাড়া দোকানের মালও দিতে হয়ে এখানে বসতে হলে। এছাড়া সন্ধ্যার পর দোকানদারি করলে বিদ্যুতের জন্য আলাদা টাকা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এনায়েত স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় উৎপাত করে থাকে। একাধিকবার তাকে নিয়ে সংবাদ প্রকাশ হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় শঙ্কিত রয়েছেন এলাকাবাসী।

এদিকে সকল অভিযোগ মিথ্যা বলে এনায়েত হোসেন জানান, একটি মহল প্রতিহিংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close