নারায়ণগঞ্জরাজনীতি

প্রয়াত শুক্কুর মাহমুদ’র কোনরকম লোভ-লালসা ছিল না, ছিল না কোন উচ্চাকাঙ্খা: কাজিম উদ্দিন

প্রয়াত শুক্কুর মাহমুদ’র কোনরকম লোভ-লালসা ছিল না, ছিল না কোন উচ্চাকাঙ্খা: কাজিম উদ্দিন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ ৫নং ঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মরহুম আলহাজ্ব শুক্কুর মাহমুদ’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারী) বাদ আছর এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দর-কষাকষী বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কাজিম উদ্দিন প্রধান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন- প্রয়াত শ্রমিক নেতা আলহাজ্ব শুক্কুর মাহমুদ একজন নন্দিত ও জনপ্রিয় নেতা ছিলেন। তিনি শ্রমিকদের কল্যাণে নিরলস পরিশ্রম করেছেন। তার কোনরকম লোভ-লালসা ছিল না, ছিল না কোন উচ্চাকাঙ্খা। যদি তিনি ইচ্ছে করতেন তাহলে গুলশান-বনানীতে বাড়ি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি আমৃত্যু শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই, আর কখনও ফিরেও আসবেন না। শুধুমাত্র রয়ে গেছে তার নীতি ও আদর্শ। আমরা সেগুলোকে বুকে ধারণ করে আগামীর পথে এগিয়ে চলবো।
তিনি আক্ষেপ করে বলেন- আমি এখানে আসলে প্রায়ই শুনতে পাই, নেতা-কর্মীদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকী দেয়া হচ্ছে। আমি বলবো যার যার কাজ তাকেই করতে দিন। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আমি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, আপনাদের কোন সমস্যা নেই। পরিশেষে বলবো আপনারা মরহুম আলহাজ্ব শুক্কুর মাহমুদ’র রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
এসময় জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সবুজ সিকদার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ বাবুল, মুক্ত গার্মেন্টস শ্রমিক লীগ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানী খান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যকরী সভাপতি সরদার আলমগীর মাষ্টার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অর্থ-সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close