নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে একটি পরিবারের জন্য আবদ্ধ ৭টি পরিবার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় একটি পরিবারের কারণে আবদ্ধ হয়ে পড়েছে প্রতিবেশী ৭টি পরিবার। মোট ৮টি পরিবারের বিগত ২০ বছরের যাতায়াতের একটি মাত্র রাস্তা দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দিয়েছে অভিযুক্ত একটি পরিবার। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় অভিযুক্ত পরিবার প্রধান মো. দেলোয়ার হোসেন। এর ফলে বাকি ৭টি পরিবারের সদস্যরা আটকা পড়ে বাড়ির ভেতর। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ রাস্তাটি নিয়ে দুই পক্ষের সাথে বিরোধ চলছিল। ভুক্তভোগীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার চাইলেও অভিযুক্তরা কোন পাত্তা দেয়নি। তাছাড়া থানায় একাধিকবার অভিযোগ দিলে পুলিশকেও বুড়ো আঙ্গুল দেখায় অভিযুক্ত দেলোয়ার হোসেন। পরে দুই পক্ষই আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করে।
ভুক্তভোগী পরিবারগুলোর এক সদস্য মো. রাসেল ইসলাম বলেন, বিগত ২০ বছর ধরে আমরা সবাই যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করে আসছিলাম। সকল পরিবার মিলে অর্থ ব্যয় করে রাস্তাটি নির্মাণ করি। কিছুদিন আগে দেলোয়ার আমাদের বাড়ির সামনের একটি জমি ক্রয় করে। সেখানে ঘর তুলে অনেকদিন বাস করার পর হঠাৎই আমাদের ৭টি পরিবারকে ঐ রাস্তা দিয়ে হাটতে নিষেধ করে। আমরা এর প্রতিবাদ করলে তারা বাইরের লোক এনে আমাদের উপর হামলা করে এবং আমাকে সহ হাছান ও তারা মিয়া নামে আরো দুজনকে রক্তাক্ত জখম করে। রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা বাড়ির পেছেনের একটি রিক্সার গ্যারেজের ভেতর দিয়ে আসা-যাওয়া করছি এখন।
দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধের অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর-ই-আলম মিয়া জানান, লিখিত অভিযোগটি এখনও হাতে পায়নি। অভিযোগটি হাতে পেলে তদন্ত করে দেখা হবে।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত দেলোয়ার নিজেকে বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। বেশিরভাগ সময় সে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে। মিথ্যা মামলার ভয় দেখিয়ে সে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া সে মাদক ব্যবসায় জড়িত। তার সহযোগীতায় এলাকায় একাধিক মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে মাদক ব্যবসায়।