আন্তর্জাতিকখেলাধুলা

অবসর নয়, খেলা চালিয়ে যাবেন মেসি

ঘোষণা দিয়েই বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলেছেন লিওনেল মেসি। যে ম্যাচে প্রথমবারের মতো হাতে তুলেছেন অধরা বিশ্বকাপ ট্রফি। তবে ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা আন্তর্জাতিক ফুটবলকে রাঙিয়ে যাবেন আরও কিছুদিন।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’

এবারের আগে আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। মেসির জন্ম এর এক বছর পর। প্রতিটি আর্জেন্টাইনের মতো তাঁরও ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা।

২০১৪ বিশ্বকাপে ফাইনালও খেলেছিলেন। কিন্তু ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। আট বছর পর লুসাইলে ফ্রান্সকে হারিয়ে মিটল সেই অতৃপ্তি। সোনালি ট্রফিটা নিয়ে মেসি তাই যারপরনাই উৎফুল্ল, ‘আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।’

ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ঘুচে যাওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞ আর্জেন্টাইন অধিনায়ক।

সৌদি আরবের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর নানা কঠিন বাধা পার হয়ে ফাইনালে উঠে আসা, সেখানে দুই দফায় এগিয়ে যাওয়ার পরও প্রতিপক্ষের দৃঢ়তায় ম্যাচে সমতা চলে আসা, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার জিতে ট্রফির মালিক হতে পারা— সবকিছু মিলিয়ে মেসি আবেগাপ্লুত, ‘আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close