জেলা/উপজেলাসিদ্ধিরগঞ্জ

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি আল মামুনুর রশীদের শ্রদ্ধা

অমর একুশে আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষাপ্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাঙালি জেনেছিল তাদের বর্ণমালা এখন কেবলই তাদের একান্ত, যা কেড়ে নিতে পারবে না শাসকেরা। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। কানে যে গানই বাজুক, সবার মনে বাজছে একুশের অমরসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন যারা সেসব ভাষাশহীদদের প্রতি নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতির নেতৃত্বে গভীর শ্রদ্ধা জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে নাসিক ৬নং ওয়ার্ডে সুমিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close